শেষ মিনিটের গোলে কারমাইকেল শিল্ডের সেমিফাইনালে উঠল ইউনাইটেড স্পোটর্স। এ দিন বসিরহাট স্টেডিয়ামে তারা বিজেএফসিকে ১-০ গোলে হারিয়ে দেয়। একমাত্র গোলটি করেন দীপঙ্কর সরকার। তিনিই সেরা খেলোয়াড় হয়েছেন। এ দিনের খেলায় ইউনাইটেড স্পোটর্স একটি বিদেশি ফুটবলার নামালে প্রতিবাদ জানায় বিজেএফসি। তবে উদ্যোক্তাদের হস্তক্ষেপে কোনও ঝামেলা হয়নি। এ দিনের খেলাটি পরিচালনা করেন রহমতুল্লা মন্ডল, রুহুল আলি গাজি, মোক্কাবেল গাজি এবং নারায়ন ঘটক। আজ মঙ্গলবার ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে খেলবে কলকাতার ভবানীপুর স্পোটিং ক্লাব।