বিয়ে না দেওয়ার রাগে দাদার মুখে অ্যাসিড

বার বার বলা সত্ত্বেও তাঁর বিয়ে নিয়ে কোনও তোড়জোড় না দেখে রাগে দাদার মুখে অ্যাসিড ছুড়ল ভাই। শুক্রবার রাতে বসিরহাটের শ্রীনগর কলোনির ওই ঘটনায় ভাই ভাস্কর ওরফে সোমনাথ সেনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত শঙ্করকে ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:৫০
Share:

ধৃত সোমনাথ সেন।

বার বার বলা সত্ত্বেও তাঁর বিয়ে নিয়ে কোনও তোড়জোড় না দেখে রাগে দাদার মুখে অ্যাসিড ছুড়ল ভাই। শুক্রবার রাতে বসিরহাটের শ্রীনগর কলোনির ওই ঘটনায় ভাই ভাস্কর ওরফে সোমনাথ সেনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত শঙ্করকে ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। বসিরহাট থানার আইসি গৌতম মিত্র বলেন, ‘‘অ্যাসিড মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শঙ্করবাবুর ভাই সোমনাথকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রীনগর কলোনির বাসিন্দা শান্তিলতা দেবীর দুই ছেলে শঙ্কর ও সোমনাথ। পাশাপাশি দু’টি ঘরে থাকেন তাঁরা। পেশায় ড্রাইভার শঙ্করবাবু বিবাহিত। সোমনাথ সোনার দোকানে কাজ করেন। সাংসারিক না বিষয় নিয়ে প্রায়ই দুই ভাইয়ের ঝগড়া হতো। যার মধ্যে অন্যতম ছিল সোমনাথের বিয়ে। শুক্রবার রাতে অবশ্য ডিম না রান্না করা নিয়ে বিবাদের শুরু। সোমনাথ ডিম রান্না করতে বললেও খাবার সময় পাতে ডিম না পেলে ঝামেলা শুরু হয়। বচসা বড় আকার নিলে হাতের কাছে থাকা অ্যাসিড ভর্তি শিশি দাদার দিকে ছুঁড়ে মারেন তিনি। অ্যাসিডে শঙ্করবাবুর মুখের এক পাশ মারাত্মকভাবে পুড়ে যায়। শরীরের অন্যান্য অংশও পুড়ে যায়। প্রতিবেশীরা দ্রুত তাঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান সোমনাথ। শনিবার বাড়ির কাছেই সোমনাথকে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশের দাবি, জেরায় সোমনাথ অ্যাসিড ছোড়ার কতা স্বীকার করেছেন। বছর চল্লিশের সোমনাথ পুলিশকে বলেন, ‘‘ডিম খাওয়াটা বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে আমাকে বিয়ে না দেওয়া। আট বছর ধরে মা-দাদাকে বিয়ের জন্য অনেক টাকা দিয়েছি। কিন্তু ওরা আমার বিয়ে দিতেই রাজি নয়।’’ তাঁর যুক্তি, আসলে বিয়ে করে আলাদা হয়ে গেলে বাড়ির লোক আর টাকা পাবে না বলেই ওরা আমার বিয়ে দিচ্ছে। এর মধ্যে ডিম রান্না করতে বলা সত্ত্বেও না করায় রাগ চরমে ওঠে। মাকে বকাবকি করার সময় দাদা রড বের করলে ওকে ভয় দেখাতে অ্যাসিড ছুড়ি।’’

Advertisement

শান্তিলতাদেবী বলেন, ‘‘ওর বিয়ের জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু ছেলের একটু অস্বাভাবিকতার কারণে মেয়ে পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যেই দুই ভাইয়ে ঝগড়া হতো। তবে ডিম রান্না না করায় রেগে গিয়ে যে দাদার মুখে অ্যাসিড ছুড়ে মারবে ভাবতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন