আক্রান্ত কর্মীদের পাশে রাহুল

ধান কাটাকে কেন্দ্র করে বাসন্তীতে আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। ক্যানিং মহকুমা হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ০০:৩৬
Share:

হাসপাতালে রাহুল সিংহ।

ধান কাটাকে কেন্দ্র করে বাসন্তীতে আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। ক্যানিং মহকুমা হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি। পরে রাহুলবাবু ওই হামলার জন্য শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘গুন্ডা, মস্তান দিয়ে পঞ্চায়েত, পুরসভা দখল করা যায়। বিধানসভা নয়।’’ তাঁর দাবি, ‘‘বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূলের মস্তানদের খুঁজে বার করে জেলে ঢোকাবে। ফলে মানুষ নিশ্চিন্তে ভোট দেবেন আর পদ্মফুল ফোটাবেন। ঘাসফুল মাড়িয়ে যাবেন।’’ এর জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিনই ক্যানিংয়ে দলের কর্মিসভায় রাহুলবাবুকে কটাক্ষ করে বলেন, ‘‘রাহুলের হুল নেই। কুঁড়ি ফোটাতে পারেন না অথচ পদ্ম ফোটাতে চাইছেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন