তখনও কাটেনি অচলাবস্থা। ছবি: শান্তশ্রী মজুমদার।
কলেজের খেলা পরিচালনায় কারা থাকবে, তা নিয়ে দু’দল ছাত্রের মধ্যে বচসায় প্রায় ৬ ঘণ্টা আটকে থাকলেন ঢোলাহাট কলেজের অধ্যক্ষ বিশ্বরূপ সাহা। পরে পুলিশ গিয়ে দু’পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সন্ধ্যা ৭টার পরে কলেজ ছাড়েন সকলে। দুই ছাত্র সামান্য চোট পেয়েছেন। পুলিশ এবং কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজে বার্ষিক খেলার আয়োজন কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে এসইউসি এবং ডিএসওর কিছু সমর্থক। অবস্থান চলে অধ্যক্ষের ঘরে। দীর্ঘ সময় আটকে পড়েন অধ্যক্ষ-সহ কলেজ শিক্ষকেরাও। বিশ্বরূপবাবু বলেন, ‘‘কলেজে রাজনৈতিক ছাত্র সংসদ নেই। ধ্বনি ভোটে প্রতিনিধিদের নির্বাচন হয়। যদিও খেলার আয়োজনের কারা দায়িত্ব নেবে, তার বৈঠকে কাউকেই পাওয়া যায়নি। এ দিন এসে দু’পক্ষই দাবি করে, তাদের কেন ডাকা হল না কেন। তা নিয়েই আলোচনার সময় ছাত্রদের মধ্যে একটু বচসা এবং ধাক্কাধাক্কি হয়। ছাত্ররা সে সব মিটিয়ে নিয়েছে।’’