যাত্রিবাহী বাস থেকে হাবরা থানার পুলিশ ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করল। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ। পুলিশ সূত্রে জানা যায়া, ধৃতদের আট জন পুরুষ, পাঁচ জন মহিলা এবং চার জন শিশু। ধৃতদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। তারা আংরাইল সীমান্ত দিয়ে নদী পেরিয়ে দালাল ধরে এ দেশে এসেছিল। তার পর বনগাঁর নিউ মার্কেট এলাকা থেকে দক্ষিণেশ্বরগামী বাসে কলকাতার দিকে যাচ্ছিল। তাদর কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না। জেরায় ধৃতরা জানায়, তারা মুম্বইয়ে কাজের জন্য যাচ্ছিল। এ দেশে ঢোকার জন্য তারা এক দালালকে মাথা পিছু পাঁচ হাজার টাকা করে দিয়েছে। পুলিশ দালালকেও গ্রেফতার করে। তার নাম নাজমুল ফকির। ধৃতরা দাবি করছে, তারা চল্লিশজনের একটি দল এদেশে ঢুকেছে। বাকিরা আগেই হওড়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে।