নারী পাচার রোধে বাউল-তরজা ডায়মন্ড হারবারে

বাউলের মুখে মুখে ফিরছে, “নারী পাচার চলছে রে ভাই দেশ জুড়ে/ নারী শূন্য হবে অচিরে” এই বার্তাই শুনতে পাচ্ছেন ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন গাঁ-গঞ্জের মানুষ। নারীপাচার বিরোধী প্রচার অভিযান চালানোর পরিকল্পনায় এ বার এখানে বেছে নেওয়া হয়েছে বাউল এবং তরজার লোকসঙ্গীত শিল্পীদের। খমক আর একতারার টানে মরমিয়া বাউলের সুর ভাঁজছেন মন্দিরবাজার এলাকার মহাদেব হালদারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০২:০৪
Share:

বাউলের মুখে মুখে ফিরছে, “নারী পাচার চলছে রে ভাই দেশ জুড়ে/ নারী শূন্য হবে অচিরে” এই বার্তাই শুনতে পাচ্ছেন ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন গাঁ-গঞ্জের মানুষ। নারীপাচার বিরোধী প্রচার অভিযান চালানোর পরিকল্পনায় এ বার এখানে বেছে নেওয়া হয়েছে বাউল এবং তরজার লোকসঙ্গীত শিল্পীদের। খমক আর একতারার টানে মরমিয়া বাউলের সুর ভাঁজছেন মন্দিরবাজার এলাকার মহাদেব হালদারেরা।

Advertisement

হাটে-ঘাটে, ছোট ছোট মেলা ছাড়াও অন্যান্য উৎসবে এই শিল্পীদের ডাক পড়ছে গান গাওয়ার জন্য। মন্দিরবাজার এলাকার রাধাগোবিন্দ বাউল সম্প্রদায়ের লেখক ও শিল্পী মহাদেববাবু জানালেন, “আমাদের সরকারি প্রকল্পে গান গাইতে বলা হয়েছে। নারী পাচারের সঙ্গে সঙ্গে কন্যাশ্রী প্রকল্প নিয়েও গান লিখছি এবং গাইছি।” সম্প্রদায়ের মাথা প্রভঞ্জন সর্দারও জানালেন, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত তাঁরা ব্যস্ত থাকবেন। ঠাসা অনুষ্ঠান কর্মসূচি। মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৪০টি অনুষ্ঠান হয়েছে বিভিন্ন ব্লকে।

তথ্য সংস্কৃতি দফতরেরর এক আধিকারিক বলেন, “সব সময়ে যে মেলা বা বড়সড় হাট পাওয়া যাচ্ছে তা নয়। উৎসবের মরসুম, তাই গ্রাম পঞ্চায়েতেও লোক জড়ো করে এই অনুষ্ঠান করা হচ্ছে।” সাধারণ মানুষের মধ্যে সহজেই পৌঁছে যাবে, এই আশায় প্রায় সমস্ত ব্লকেই কয়েকটি করে অনুষ্ঠানসূচি নেওয়া হচ্ছে। নারী পাচার রোধে কন্যাশ্রী প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়তে পারে আশা করে, সরকারি কর্তারা এই দুটি উদ্দেশ্যকে এক করে এই প্রচারমূলক অনুষ্ঠানের উদ্যোগ করেছেন।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি লোক প্রসার প্রকল্পে এই বাউল শিল্পীদের এলাকাভিত্তিক ভাবে বেছে জেলা সদর থেকে নামের তালিকা পাঠানো হয়েছিল নবান্নে। জেলাওয়াড়ি অনুমোদন পাওয়ার পরেই তাঁদের নিয়ে কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রের দাবি, শিল্পীরা ভাতা বাদেও অনুষ্ঠান প্রতি হাজার টাকা করে পাবেন। কেবল মাত্র কন্যাশ্রী বা নারী পাচার নয়, পরে একে একে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প, অন্যান্য সরকারি স্কিম প্রচারের জন্যও মহকুমায় লোকসঙ্গীতকেই মাধ্যম করার ইঙ্গিত মিলেছে।

এই প্রচার প্রকল্পে যৌথ ভাবে কাজ করছে ডায়মন্ড হারবার চাইল্ড লাইন। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পরিচালনা করছেন এই সংস্থার কর্মীরাই। সংস্থার এক কর্মী জানালেন, এ ভাবে বাউল এবং তরজা গানের অনুষ্ঠানে এক দিকে সাধারণ মানুষ আনন্দ পাচ্ছেন, পাশাপাশি সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া সহজতর হচ্ছে।

পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের খাস কুমড়োখালিতে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রের নাম বিক্রম অধিকারী (১৭)। বাড়ি গোবিন্দনগরের কৃষ্ণকালি কলোনিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দনগর হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্র তাঁর দুই বন্ধু বিক্রম মণ্ডল ও সঞ্জয় দাসকে নিয়ে স্কুল ছুটির পর মোটর বাইকে করে ক্যানিং বাজারের দিকে আসছিল। রাস্তার বাম্পারের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। তার মধ্যে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিক্রমের মাথা ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন