পোস্ট অফিসে নতুন পরিষেবা

চলতি বছরের শেষেই রাজ্যের সমস্ত শাখা পোস্ট অফিসগুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। ই-অফিস প্রকল্পের আওতায় ওই সমস্ত অফিস থেকেও সমস্ত রকমের পরিষেবা পাবেন পোস্ট অফিসের গ্রাহকেরা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট-সংক্রান্ত এক অনুষ্ঠানে এসে এ কথা জানালেন, রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতি ঘোষ। এতে শাখা পোস্ট অফিসগুলির সঙ্গে সাব পোস্ট অফিসগুলির আর কোনও ফারাক থাকবে না বলেও জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৫ ০২:২৭
Share:

চলতি বছরের শেষেই রাজ্যের সমস্ত শাখা পোস্ট অফিসগুলিতে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। ই-অফিস প্রকল্পের আওতায় ওই সমস্ত অফিস থেকেও সমস্ত রকমের পরিষেবা পাবেন পোস্ট অফিসের গ্রাহকেরা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট-সংক্রান্ত এক অনুষ্ঠানে এসে এ কথা জানালেন, রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতি ঘোষ। এতে শাখা পোস্ট অফিসগুলির সঙ্গে সাব পোস্ট অফিসগুলির আর কোনও ফারাক থাকবে না বলেও জানান তিনি।

Advertisement

অরুন্ধতিদেবী বলেন, “কেন্দ্রীয় সরকারের তরফে পাইলট প্রকল্প সফল হওয়ার পরে অন্ধ্রপ্রদেশে এই ব্যবস্থা চালু হয়েছে। এ বার এ রাজ্যেও চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যেই শাখা পোস্ট অফিসগুলির পরিকাঠামো-সংক্রান্ত কিছু তথ্যও চেয়ে পাঠানো হয়েছে। এ বছরের শেষেই এই ব্যবস্থা চালু করা যাবে বলে আশা করছি।”

জানা গিয়েছে, ট্যাবের সাইজের একটি ‘হ্যান্ড হেল্ড ডিভাইস’ দিয়ে এই পরিষেবা চালানো হবে। সেখান থেকেই সমস্ত রকমের অনলাইন পরিষেবা পাবেন গ্রাহকেরা। এখন যেগুলির জন্য গ্রাহকদের এলাকার সাব পোস্ট অফিসে যেতে হয়। জানানো হয়েছে, এই যন্ত্রগুলির সঙ্গেই একটি করে ‘সোলার প্যানেল’ থাকবে, যা থেকে ওই যন্ত্রগুলি চার্জ হবে। এর সঙ্গেই থাকবে একটি করে প্রিন্টার। সেগুলি থেকে রসিদও দেওয়া যাবে গ্রাহকদের। তবে এই পরিষেবা চালু করতে গেলে নূ্ন্যতম কিছু পরিকাঠামো দরকার। সেগুলি এই শাখা পোস্ট অফিসগুলিতে রয়েছে কিনা, তা জানার জন্য সমীক্ষা হচ্ছে। শীঘ্রই পোস্টাল দফতরের কর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল। শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পোস্ট অফিস তথ্যপ্রযুক্তি উন্নতির বিধান রাখা হয়েছে। সেই ধারা মেনেই এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়ন চলছে বলে জানা গিয়েছে। পেনশন, একশো দিনের কাজের টাকা প্রদানের মতো কাজও এই সমস্ত শাখাগুলি থেকেই করা সম্ভব হবে ওই যন্ত্র এলে।

Advertisement

পোস্ট অফিসের সাউথ প্রেসিডেন্সি সার্কেলে (দক্ষিণ ২৪ পরগনার একটি বড় অংশে) এ দিন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের আনুষ্ঠানিক সূচনা করতে এসেছিলেন মুখ্য পোস্টমাস্টার জেনারেল। দশ বছরের কমবয়সী মেয়েরা একা বা অভিভাবকদের সঙ্গে নিয়ে ১ হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবে। চলতি বছরে ৯.১ শতাংশ হারে সুদ পাবে গ্রাহকেরা। মেয়ের বয়স ১৮ হলে ওই অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ টাকা তোলা যাবে। মেয়ের বিয়ের পরে চাইলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে। সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত এই অ্যাকাউন্ট চালু রাখা যাবে পোস্ট অফিসে। এই সার্কেলে প্রায় ১৮০০ নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন