—নিজস্ব চিত্র।
বৃহস্পতিবার ফকিরচাঁদ কলেজের ছাত্র সংসদে তালা ঝোলানো ছিল। দল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক দীপক হালদারের দফতরে আসেন তাঁর অনুগামী ছাত্রেরা। সোমবার কলেজে মারপিটের ঘটনায় জখম ছাত্র শৌভিক মণ্ডলকে বুধবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দীপকবাবুর অনুগামী শিবিরের বলেই পরিচিত।