নাটক শেষে। নিজস্ব চিত্র।
শিশু দিবস উপলক্ষে শনিবার বাদুড়িয়া থানায় ‘শিশু সুরক্ষা বন্ধন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাল্যবিবাহ রুখতে নাটক মঞ্চস্থ করে শিশুরা। সামাজিক সচেতনবোধ বাড়ানোর জন্যই এমন উদ্যোগ বলে জানান থানার ওসি পলাশ চট্টোপাধ্যায়। বনগাঁতেও শিশুদের নিয়ে পদযাত্রা করে চাইল্ড লাইন। পরে বনগাঁর মিলন মঞ্চে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ২০ তারিখ পর্যন্ত বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় শিশু নিয়ে নানা অনুষ্ঠান করা হবে। অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব কমিটিও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সংহতি পার্ক-সংলগ্ন মাঠে। বিভিন্ন ধর্মের শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন ছিল।