বনগাঁয় বোমাতঙ্ক

কালো রঙের একটা ট্রলি ব্যাগ— পরিত্যক্ত অবস্থায় যেটি বনগাঁ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায় এলাকায়। দূর-দূরান্ত থেকে লোকজন চলে আসে ‘বোমা’ দেখতে। জঙ্গি নাশকতার গুজব ছড়ায়। পুলিশ, র‌্যাফ ঘিরে ফেলে এলাকা।

Advertisement
বনগাঁ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০১:৩১
Share:

বেপরোয়া বিশেষজ্ঞেরাও! —নিজস্ব চিত্র।

কালো রঙের একটা ট্রলি ব্যাগ— পরিত্যক্ত অবস্থায় যেটি বনগাঁ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায় এলাকায়। দূর-দূরান্ত থেকে লোকজন চলে আসে ‘বোমা’ দেখতে। জঙ্গি নাশকতার গুজব ছড়ায়। পুলিশ, র‌্যাফ ঘিরে ফেলে এলাকা। থরহরিকম্প সকলে। সন্ধের দিকে দমদম থেকে যখন বম্ব স্কোয়াডের লোকজন এসে পৌঁছয়, তখন এলাকার মানুষের উত্তেজনা তুঙ্গে। কোনও ঝুঁকি না নিয়ে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞেরা ব্যাগটি নিয়ে প্ল্যাটফর্ম থেকে একটু দূরে খোলা জায়গায় নিয়ে যান। শেষমেশ ব্যাগ খোলার পরে ওঠে তুমুল হাসির রোল। জানা গিয়েছে, মাথার তেল, সাবান, তিনটি কলম আর কিছু কাগজপত্র মিলেছে ওই ব্যাগে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হলেও ব্যাগ তুলে নিয়ে যাওয়া হয় খালি হাতে। খোলাও হয়েছে সে ভাবেই। বম্ব স্কোয়াড যে বিশেষ পোশাক ব্যবহার করে, তা-ও ছিল না। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন