মিড-ডে মিল খেয়ে অসুস্থ

মিড-ডে মিলের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে কয়েক জন শিশু। তাদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বাদুড়িয়ার দক্ষিণ যদুরহাটি পঞ্চায়েতের উত্তর শেরপুর গ্রামে একটি শিশুশিক্ষা কেন্দ্রে উত্তেজনা ছড়ায়।

Advertisement
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০২:২০
Share:

মিড-ডে মিলের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে কয়েক জন শিশু। তাদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বাদুড়িয়ার দক্ষিণ যদুরহাটি পঞ্চায়েতের উত্তর শেরপুর গ্রামে একটি শিশুশিক্ষা কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। স্কুলের এক শিক্ষিকাকে দীর্ঘ ক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় পঞ্চায়েতের প্রধান কাজি মুর্শেদা সুলতানা গিয়ে শিশুখাদ্যের মান বাড়ানো এবং তাদের চিকিৎসার প্রতিশ্রুতি দিলে গ্রামের মানুষ শান্ত হন। পুলিশ জানিয়েছে, ওই স্কুলে ৩০ জন ছাত্রছাত্রী পড়ে। এ দিন দুপুরে তাদের ছাতু, কলা ও রুটি খেতে দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement