শিক্ষিকা ঘেরাও

মিড-ডে মিলের খাওয়ার খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে, এই অভিযোগে শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার জগন্নাথপুরের একটি শিশুশিক্ষা কেন্দ্রে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিশু শিক্ষা কেন্দ্রে মিড-ডে মিলের রান্নার ডালে পোকা ছিল।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:৩৬
Share:

মিড-ডে মিলের খাওয়ার খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে, এই অভিযোগে শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার জগন্নাথপুরের একটি শিশুশিক্ষা কেন্দ্রে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিশু শিক্ষা কেন্দ্রে মিড-ডে মিলের রান্নার ডালে পোকা ছিল। তা খেয়ে কয়েক দিন আগে অসুস্থ হয় পড়ুয়ারা বলে অভিযোগ। এ দিন অভিভাবকেরা গিয়ে দেখেন, ডালে বড় বড় পোকা ঘুরে বেড়াচ্ছে। কেন এমন হল, তা জানতে চাওয়ায় ওই স্কুলের শিক্ষিকা কলি মুখোপাধ্যায় বলেন, ‘‘রেশন থেকে যে চাল এসেছে সেটাই রান্না করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement