দিল্লির বাসিন্দা দুই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল ১২টি সোনার বিস্কুট। সোমবার সকালে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে ঘটনাটি ঘটেছে। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাওয়া সোনার বিস্কুটের ওজন প্রায় ১ কেজি ৯০০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশ ও শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দিল্লির ওই দুই ব্যক্তি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়েছিল। এ দিন সকালে বাংলাদেশ থেকে ফেরার সময়ে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়।