সারদা-কাণ্ড নিয়ে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফিরহাদ

সারদা-কাণ্ডে বিরোধীদের সমালোচনা খণ্ডন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের সমর্থনে রবিবার দন্ডিরহাটে সভা করেন ফিরহাদ। সেখানেই তিনি বলেন, “মমতার পুলিশই কিন্তু পালিয়ে যাওয়ার সময়ে সারদার মালিককে কাশ্মীর থেকে ধরে এনে জেলে ঢুকিয়েছিল। এখন সকলে সিবিআইয়ের কথা বলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৮
Share:

বসিরহাটে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ছবি: নির্মল বসু।

সারদা-কাণ্ডে বিরোধীদের সমালোচনা খণ্ডন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের সমর্থনে রবিবার দন্ডিরহাটে সভা করেন ফিরহাদ। সেখানেই তিনি বলেন, “মমতার পুলিশই কিন্তু পালিয়ে যাওয়ার সময়ে সারদার মালিককে কাশ্মীর থেকে ধরে এনে জেলে ঢুকিয়েছিল। এখন সকলে সিবিআইয়ের কথা বলছে। এমনকী, যাঁরা মমতার সততা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের এটা জানা দরকার যে, সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে আমাদের সাংসদকেও গ্রেফতার করা হয়েছে। মমতার পুলিশ যদি তাদের ধরতে না পারত, তা হলে তো এখন ইডি-সি‌বিআইকে কাঁচকলা খেতে হত।” তৃণমূল সরকার সারদায় টাকা রেখে প্রতারিত গ্রাহকদের আমানত ফেরতের চেষ্টা শুরু করেছিল বলেও এই প্রসঙ্গে মনে করিয়ে দেন তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের একাংশকেও একহাত নিয়েছেন মন্ত্রী। ‘বহিষ্কৃত সাংসদ’ কুণাল ঘোষ কী বলছেন, তা নিয়েও ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে বলে বিরোধীদের সমালোচনা করেন তিনি।

Advertisement

রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক ধর্ষণের ঘটনাতেও অভিযুক্তদের প্রতি শাসক দলের ইন্ধনের কথা বলেন বিরোধীরা। ফিরহাদের কথায়, “ধর্ষণের মতো ঘটনা ঘটলে আমরা মা, বোন, মেয়েদের কাছে লজ্জিত হই। কিন্তু তাই বলে কি ৩৪ বছরের হার্মাদরা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে? তা হলে তো আদালত-পুলিশ সব উঠে যেত। একটা সরকারের কাজ দুষ্কৃতীদের গ্রেফতার করা। আমরা সব অপরাধীদের ধরেছি। এরপরেও কেউ যদি প্রমাণ দিতে পারেন অন্যায় করে কেউ বাইরে আছে, তা হলে আমি পদত্যাগ করব।” কেন্দ্র সরকারেরও কড়া সমালোচনা করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন