sandha mukhopadhyay

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ বিধানসভায় মুকুল রায়-সহ পাঁচ বিজেপি বিধায়কদের দলত্যাগ মামলার শুনানি রয়েছে স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের ঘরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ০৬:৩২
Share:

ফাইল চিত্র।

অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগজনিত সমস্যা রয়েছে তাঁর। সন্ধ্যার কোভিড রিপোর্টও পজিটিভ। গতকাল প্রথমে এসএসকেএম এবং পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। এমতাবস্থায় আজ, শুক্রবার নজর থাকবে তাঁর শারীরিক অবস্থার দিকে।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

লতার শারীরিক অবস্থা

অসুস্থ অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি সন্ধ্যা। অন্য দিকে, অসুস্থ হয়ে প্রায় দু’সপ্তাহের বেশি দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে গায়িকা এখনও বিপন্মুক্ত নন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

স্কুল খোলা নিয়ে শুনানি হাই কোর্টে

রাজ্যে স্কুল, কলেজ খোলা এবং স্কুলছুটদের ফেরাতে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলাগুলির একত্রে শুনানির সম্ভাবনা রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে শুনানি।

মুকুল-শুনানি বিধানসভায়

আজ বিধানসভায় মুকুল রায়-সহ পাঁচ বিজেপি বিধায়কদের দলত্যাগ মামলার শুনানি রয়েছে স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের ঘরে। দুপুর ২টো নাগাদ শুনানি শুরু হতে পারে।

Advertisement

গ্রাফিক্স: সনৎ সিংহ।


রাজ্য বিজেপি-র অন্তর্বিদ্রোহ

বিজেপি-তে বিদ্রোহ ক্রমশ বাড়ছে। জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে দিয়ে শুরু হয়েছিল। নতুন জেলা কমিটি ঘোষণার পর থেকেই এ বার জেলার নেতারাও বিদ্রোহ শুরু করেছেন। ফলে এখন নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

আরও পড়ুন:

রাজ্যের কোভিড পরিস্থিতি

২৬ দিন পর রাজ্যের করোনা সংক্রমণ চার হাজারের নীচে নামল। এর আগে বেশ কিছু দিন ধরে সংক্রমণ পাঁচ হাজারের কম ছিল। ফলে এখন বলাই যায়, রাজ্যে সংক্রমণ ক্রমশ কমছে। আজ দেখার সংক্রমণ কত থাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন