ইংরেজবাজারে নিজের বাড়িতে খুন হলেন এক ব্যবসায়ী দম্পতি ও তাঁদের বাড়ির পরিচারিক। তবে কারা, কী উদ্দেশ্যে এই খুন করল তা এখনও জানতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ১৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী রামরতন অগ্রবাল (৫৭), তাঁর স্ত্রী মঞ্জু অগ্রবাল (৫০) এবং পরিচালক গণেশ রাম এই বাড়িতে থাকতেন। রামবাবু ও মঞ্জুদেবীর তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আর এক মেয়ে কলকাতায় থেকে পড়াশুনা করে।
শুক্রবার সকালে এক ফুল বিক্রেতা তাঁদের বাড়িতে ফুল দিতে এসে প্রথম দেহগুলি দেখতে পান। তিনিই স্থানীয়দের খবর দেন। এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। এরপরেই বাড়ির গ্যারাজ থেকে রামরতনবাবু এবং গণেশবাবুর মৃতদেহ উদ্ধার হয়। দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় মঞ্জুদেবীর দেহ। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পরিবারের পূর্ব পরিচিত ছিল। ডাকাতির উদ্দেশ্যেই এই খুন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ব্যবসায়ী মহলের একাংশ। শনিবার মালদহের ব্যবসায়ী সংগঠনের তরফে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মমতার সঙ্গে কথা হল হাসিনার