ফরাক্কায় বন্ধ হয়ে গেল এনটিপিসির ৫ ইউনিট, ৪ রাজ্যে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা

ফিডার ক্যানালে ভাগীরথীর জল সঙ্কটের ফলে এনটিপিসির ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট বন্ধ করে দেওয়া হল। ফলে কমে গেল ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। ৫০০ মেগাওয়াটের ষষ্ঠ ইউনিটটি কোনও রকমে চালানো হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১৫:৩৮
Share:

ফিডার ক্যানালে ভাগীরথীর জল সঙ্কটের ফলে এনটিপিসির ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট বন্ধ করে দেওয়া হল। ফলে বিদ্যুতের উৎপাদন এক ধাক্কায় ১৬০০ মেগাওয়াট কমে গেল। ৫০০ মেগাওয়াটের ষষ্ঠ ইউনিটটি কোনও রকমে চালানো হচ্ছিল। শনিবার দুপুরে কারিগরী সমস্যার জন্য সেটিও বন্ধ করে দিতে হয়। এর ফলে ফরাক্কার সমস্ত ইউনিট অচল হয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল বিদ্যুৎ উতপাদন। ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ আধিকারিক শৈবাল ঘোষ বলেন ,“ফিডার ক্যানালে ভাগীরথীর জলস্তর কমে যাওয়ার ফলেই এই বিপত্তি। এই জল স্তর কবে বাড়বে তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ।” এই বিভ্রাটের ফলে পশ্চিমবঙ্গ-সহ বিহার, ঝাড়খন্ড, সিকিম, ওড়িশায় বিদ্যুৎ সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন