বাজারের মধ্যে ঢুকে পড়ল লরি। ঘটনাস্থলেই প্রাণ গেল ৫ জনের। গুরুতর ভাবে জখম ৫। শনিবার রাতে বাসন্তী হাইওয়ের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১০ চাকার লরি এ দিন রাতে ভাঙড় থানার অন্তর্গত পাগলাহাট বাজারের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।