৫ বছর আগে জঙ্গিদের হাতে মারা যান জওয়ান স্বামী, চাকরি এখনও হয়নি স্ত্রীর

পাঁচ বছরের মেয়ের আঁকার ক্লাসে শুনতে হয়েছে, ‘ইস্, কাশ্মীরে তো আবার ঠিক তোদের ঘরের মতো ঘটনা’! 

Advertisement

ঋজু বসু

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৪
Share:

নিহত জওয়ান চন্দ্রকান্ত ঘোষের (ইনসেটে) স্ত্রী ও মেয়ে । —নিজস্ব চিত্র।

পাঁচ বছর আগের রক্তাক্ত স্মৃতি যেন ফের খুঁচিয়ে উঠছে। পাঁচ বছরের মেয়ের আঁকার ক্লাসে শুনতে হয়েছে, ‘ইস্, কাশ্মীরে তো আবার ঠিক তোদের ঘরের মতো ঘটনা’!

Advertisement

সেই মেয়ে যে আসছে, এই খবরটুকু শুধুমাত্র তার বাবা শুনে যেতে পেরেছিলেন। দান্তেওয়াড়ায় গত লোকসভা ভোটের ‘ডিউটি’তে জঙ্গি হানায় বুক চিতিয়ে লড়ে মরেছিলেন বছর পঁচিশের তরতাজা কোবরা জওয়ান চন্দ্রকান্ত ঘোষ। তাঁর সঙ্গে কুড়ি দিনের দাম্পত্যের সহচরী তখন বাইশের তরুণী শ্রাবণীর জীবনযুদ্ধের সেই শুরু।

মুর্শিদাবাদের কান্দির কাছে পোলিশা গ্রামের একলা মা এখন স্কুটিতে মেয়েকে নিয়ে বেরোন। ভোপালে, দুর্গাপুরে সিআরপিএফ-এর চাকরির পরীক্ষা দিতেও গিয়েছিলেন শ্রাবণী। ৮০০ মিটার দৌড়ে বাহাদুর জওয়ানের স্ত্রীই প্রথম। ‘‘কিন্তু ওরা বলল, ওখানে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না! হয়েও হল না চাকরিটা’’—আক্ষেপ শ্রাবণীর।

Advertisement

ক্ষতিপূরণের প্রাপ্তিযোগে আপাত ভাবে মনে হতে পারে এ রাজ্যের অন্য নিহত জওয়ানদের তুলনায় চন্দ্রকান্তের পরিবার ভাগ্যবান। কোবরা ২০৬ ব্যাটেলিয়ন, নির্বাচন কমিশন মিলিয়ে দিয়েছে ৩০ লক্ষ। বরের পেনশনও আছে। শ্রাবণীর দাবি, ভোটে লড়াই করে মরল বলেই এটা দিয়েছে। ‘‘পেটানো চেহারা ছিল আমার বরের। বলত, ওর বুকে গুলি লাগলে ড্রপ খেয়ে যাবে! ভোটবাবুদের পৌঁছে ফেরার সময়ে মাওবাদীরা ঘিরে ধরলেও দমেনি। বেশ কয়েক জনকে একাই শেষ করে মরেছে।’’--- বলে ওঠেন স্বামীহারা। একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘’সিআরপিএফ কি শুধু মরার জন্য আছে? বেঁচে থাকতে ওদের আর একটু সুরক্ষা দেওয়া যেত না?’’

আরও পড়ুন: পুলওয়ামা পোস্টের জের, মেয়ে কে নিন, পুলিশকে বললেন মা

রাজ্য সরকারের ব্যবহারেও যারপরনাই ‘আহত’ শ্রাবণী। তিনি বলেন, ‘’একটা চাকরির খুব দরকার ছিল। মেয়ে কোলে নবান্নে দু’ঘণ্টা দাঁড় করিয়ে রাখল। মুখ্যমন্ত্রী দেখা করেননি।’’ অগত্যা ক্ষতিপূরণের টাকাতেই হাত পড়ল। মেজো দেওরকে ছোট বেকারি খুলে দিয়েছেন। ছোট দেওরকে তালিম দিয়ে মুম্বইয়ে ভিডিয়ো এফএক্সের কাজে পাঠানো হয়েছে। আরও ধার, বিয়ের গয়নার জোরে রান্নার গ্যাসের মিলেছে ডিলারশিপ। ২৭ বছরের তরুণীর ঘাড়ে এখনও অশক্ত শ্বশুর-শাশুড়ির ভার।

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

আরও পড়ুন: পুলওয়ামায় শান্তির কথা বলে ধর্ষণের হুমকি পেলেন বারাসতের মহিলা

নতুন করে জীবন শুরুর কথা ভাবেন না?

‘‘এত দায়িত্ব সামলে আবার বিয়ে!’’— ম্লান হাসেন দস্যি পাঁচ বছুরের মা। বহরমপুরের কাছে সিবিএসই স্কুলে পড়ে তাঁর মেয়ে। শ্রাবণীর আক্ষেপ, ‘‘গ্রামে বরের একটা স্ট্যাচু কেউ করে দিল না। বারবার বলতে সিআরপিএফ দু’টো ছবির ফ্রেম পাঠিয়েছে। একটা বাড়িতে, একটা বরের স্কুলে রাখা থাকবে।’’

অদেখা রূপকথার বাবার স্মৃতি ঘাঁটে একরত্তি মেয়ে। স্মৃতি কি শুধুই এতটা তেতো, ভাবেন শ্রাবণী। তাঁর জীবনের সম্বল, খুকির নামটাও যে ‘স্মৃতি’!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন