TMC

News of the Day: দ্রুত নির্বাচন হোক, তাড়া দিতে কমিশনে যাচ্ছে তৃণমূল, অলিম্পিক্স ছাড়াও আজ নজরে আর কী

রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখনও জলের তলায় বহু এলাকা। সেনা মোতায়েন রয়েছে খানাকুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১১:৪৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভোট যন্ত্র পরীক্ষার কাজ আগেই শুরু হয়েছে। এ বার উপনির্বাচন দ্রুত করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ফল প্রকাশ হতে পারে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের। অলিম্পিক্সে কুস্তি ইভেন্টে রয়েছে পদকের ম্যাচ। রাজ্যের বন্যা পরিস্থিতি। আজ, শুক্রবার দিনভর চোখ থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে।

Advertisement

রাজ্যে বকেয়া নির্বাচন নিয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি কমিশনের তরফ থেকে। অন্য দিকে, জিতে আসার সময় ফুরিয়ে যেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমতাবস্থায় কমিশনের উপর চাপ বাড়াতে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দরবার শুরু করেছে তৃণমূল। এর আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ভোট করানোর দাবি জানিয়ে এসেছিলেন তৃণমূল সাংসদরা। মমতাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর জানিয়ে ছিলেন বাকি থাকা আসনের ভোট গ্রহণ নিয়ে কথা হয়েছে। এ বার তাঁদের লক্ষ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উপর চাপ সৃষ্টি। সেই মতো আজ দুপুর আড়াইটে নাগাদ কমিশনের অফিসে যাওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী এবং তাপস রায়। ফলে নজর থাকবে এই খবরের দিকে।

রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে এখনও পর্যন্ত অলিম্পিক্স থেকে পাঁচটি পদক ঘরে এনেছে ভারত। আরও কয়েকটি পদকের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। দুপুর ১টা নাগাদ রয়েছে মহিলাদের ২০ কিলোমিটার হাঁটা ফাইনাল। ওই ইভেন্টে ভারতের হয়ে নামবেন ভাবনা জাট ও প্রিয়ঙ্কা গোস্বামী। এ ছাড়া দুপুর আড়াইটে নাগাদ পুরুষ ও মহিলাদের ৬৫ কেজি এবং ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের কুস্তি ফাইনাল রয়েছে। আজ নজর থাকবে অলিম্পিক্সের ওই ইভেন্টগুলির দিকেও। অন্য দিকে, আজ তৃতীয় দিন পড়বে ভারত -ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার শুরুতে একটু ধাক্কা খেলেও, দিনের শেষে অনেকটা মোকাবিলা করেছে বিরাট বাহিনী। আজ দেখার ভারত, ইংল্যান্ডকে লিড দিতে পারে কি না।

Advertisement

রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখনও জলের তলায় বহু এলাকা। সেনা মোতায়েন রয়েছে খানাকুলে। সূত্রের খবর, দিন কয়েক মধ্যে আরও কয়েকটি জায়গায় বন্যা পরিদর্শনে যেতে পারেন মমতা। তবে ভারী বৃষ্টির আশঙ্কা আপতত আর নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে উদ্বেগ কিছুটা কম। তবে নজর থাকবে ওই সব এলাকার পরিস্থিতির দিকে।

দুপুর আড়াইটে নাগাদ ফল প্রকাশ হওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের। অনলাইনে ফল জানতে পারবে পড়ুয়ারা। এ ছাড়া আজ নিউ টাউনে আর্ট গ্যালারি উদ্বোধন করার কথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিকেল ৫টা নাগাদ রয়েছে ওই অনুষ্ঠানটি। এই খবরগুলির দিকেও নজর থাকবে আজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন