রানাঘাট কারশেডে বিদ্যুৎস্পৃষ্ট ছয় কর্মী 

সকলকেই বৃহস্পতিবার রাতে কলকাতায় বি আর সিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:৪৩
Share:

প্রতীকী ছবি।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পরিদর্শনে আসছেন। তাই অ্যালুমিনিয়ামের মই নিয়ে বাতিস্তম্ভে পুরনো ল্যাম্প পাল্টাচ্ছিলেন ওঁরা। সে সময়েই ওভারহেড তারে তড়িদাহত হলেন নদিয়ার রানাঘাট রেল কারশেডের ছয় কর্মী। তাঁদের অবস্থা দেখে এক মহিলা কর্মীও অসুস্থ হয়ে পড়েন। সকলকেই বৃহস্পতিবার রাতে কলকাতায় বি আর সিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আগামী ১৯-২০ জানুয়ারি এই এলাকা পরিদর্শনের কথা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের। তাই কোথাও রং হচ্ছে, কোথাও বাতিস্তম্ভে পুরনো ল্যাম্প পাল্টানো হচ্ছে। বেলা সাড়ে ১২টা নাগাদ পার্থনারায়ণ দাস, মন্টু মল্লিক, সুমন ভদ্র, সুশান্ত হালদার, শাজাহান শেখ এবং কৌস্তভ হালদার নামে ছ’কর্মী বাতিস্তম্ভে ল্যাম্প পাল্টাচ্ছিলেন। হঠাৎ মইটি ওভারহেড তারে লাগে। তাঁরা ছিটকে পড়েন। তাঁদের আর্তনাদে অন্য কর্মীরা ছুটে আসেন। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে।’’ সম্প্রতি ওই ডিভিশনের নারকেলডাঙা কারশেডে ওভারহে়ড তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল রেলকর্মী, ব্যাডমিন্টন খেলোয়াড় তৃণাঙ্কুর নাগের।

এ দিন তড়িদাহতদের ছটফট করতে দেখে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতা দে নামে এক কর্মী। সকলকেই প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুপার সুদীপকান্তি সরকার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকলেই সুস্থ আছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন