রাস্তাতেই কলেজ-অনুষ্ঠান

নিজস্ব হলে চুঁচুড়ার পিপুলপাতি উইমেন্স কলেজের ৭০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মঙ্গলবার। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি, এই অভিযোগে বিক্ষোভ শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কিছু ছাত্রী। শেষ পর্যন্ত তা গড়াল হাতাহাতিতে। জখম হন এক ছাত্রী। কলেজ গেটে তালা পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৪:১০
Share:

পিপুলপাতি উইমেন্স কলেজের অনুষ্ঠান। ছবি: তাপস ঘোষ

নিজস্ব হলে চুঁচুড়ার পিপুলপাতি উইমেন্স কলেজের ৭০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মঙ্গলবার। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি, এই অভিযোগে বিক্ষোভ শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কিছু ছাত্রী। শেষ পর্যন্ত তা গড়াল হাতাহাতিতে। জখম হন এক ছাত্রী। কলেজ গেটে তালা পড়ে। শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদে প্রথমে রাস্তা অবরোধ করেন। শেষে অনুষ্ঠান সারেন রাস্তাতেই!

Advertisement

অধ্যক্ষা সীমা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘অনুষ্ঠান পরিকল্পনামাফিক বানচাল করা হল। ওঁরা কলেজের পরিবেশ নষ্ট করছেন। যেখানে ছাত্র সংসদই নেই, সেখানে কেন ওঁদের সঙ্গে আলোচনা করতে যাব?’’ অভিযোগ মানেনি টিএমসিপি। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, ‘‘গোলমালে টিএমসিপি জড়িত নয়। যদি কোনও ক্ষোভ থাকে, তা সাধারণ ছাত্রীদের।’’ সংগঠনের জেলা সভাপতি গোপাল রায় অবশ্য বলেন, ‘‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’’ মহকুমাশাসক (সদর) তথা কলেজের প্রশাসক অরিন্দম বিশ্বাস জানান, কিছু ছাত্রীর সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একটা দ্বন্দ্ব রয়েছে। এ দিনের ঘটনা তারই বহিঃপ্রকাশ। কলেজে শান্তিশৃঙ্খলা রক্ষার চেষ্টা করতে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অনুষ্ঠানের জন্য এ দিন সকাল থেকেই ছাত্রী, অভিভাবক এবং অতিথিরা হাজির হচ্ছিলেন। বেলা ১১টা নাগাদ টিএমসিপি-র বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা বচসায় জড়ান। টিএমসিপি গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। অনেকে ঢুকতে বাধা পান। প্রতিবাদ জানানোয় কিছু সাধারণ ছাত্রীর সঙ্গে টিএমসিপি সদস্যাদের হাতাহাতি হয়। পাপিয়া বিশ্বাস নামে প্রথম বর্ষের এক ছাত্রী আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রতিবাদে শিক্ষক-শিক্ষিকারা এবং বহু ছাত্রী বেরিয়ে এসে কলেজের সামনের রাস্তা অবরোধ করেন। অন্যদিকে টিএমসিপি-র বিক্ষোভও চলতে থাকে। পুলিশ গিয়ে তাদের সরিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। বেলা ২টো নাগাদ কলেজ কর্তৃপক্ষ রাস্তাতেই অনুষ্ঠান সারেন।

Advertisement

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই টিএমসিপি-র কিছু ছাত্রী কলেজে নানা ভাবে বিশৃঙ্খলা করছেন। পঠনপাঠন ব্যাহত হচ্ছে। অভিযোগ উড়িয়ে কলেজের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রী, টিএমসিপি-র সায়রাবানু খাতুনের দাবি, ‘‘কলেজের যে কোনও অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে তা হয়নি। তাই প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম। গোলমাল করিনি। মিথ্যা অভিযোগ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন