মালদহে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য খুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে

মালদহের কালিয়াচকে আলিনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য খুনে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যাক্তির নাম সেবাজুল আলি (৩৫)। এ দিন সকালে গ্রামের জমি থেকে সেবাজুলের কোপানো দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। অভিযোগের তীর শাসক দলের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ১৩:২৬
Share:

মালদহের কালিয়াচকে আলিনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য খুনে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যাক্তির নাম সেবাজুল আলি (৩৫)। এ দিন সকালে গ্রামের জমি থেকে সেবাজুলের কোপানো দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। অভিযোগের তীর শাসক দলের দিকে।

Advertisement

পেশায় আম ব্যবসায়ী ও ইট ভাঁটার মালিক সেবাজুলের বাড়ি কালিয়াচকের নবীননগরে। মঙ্গলবার রাতে রুহুল শেখ নামে সেবাজুলের এক কর্মচারী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে তিনি সারারাত আর বাড়ি ফেরেননি। সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সকলে ছুটে যান সেখানে। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসপ্রার্থী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছে কংগ্রেস। এলাকার কংগ্রেস সদস্যের দাবি তৃণমূলের লোকেরাই এই জঘন্য কাজ করেছে। সেবাজুলের কর্মচারী রুহুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মালদহ জেলার পুলিশ সুপার ওয়াকার রেজা বলেন, ‘এলাকায় খুনের ঘটনা ঘটেছে। আমরা সবটাই খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’

Advertisement

আরও পড়ুন—দলের নেতা হয়েও কড়ি গুনে প্রচারে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement