গোলমালের মধ্যে পড়ে গুলিবিদ্ধ ছাত্রী

জমি দখলকে কেন্দ্র করে গোলমালের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হল মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ার কুমারটোল এলাকায় ওই গোলমালে দু’পক্ষই গুলি, বোমা ছোড়ে বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চোপড়া শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৪:৪০
Share:

প্রতীকী চিত্র।

জমি দখলকে কেন্দ্র করে গোলমালের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হল মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ার কুমারটোল এলাকায় ওই গোলমালে দু’পক্ষই গুলি, বোমা ছোড়ে বলে অভিযোগ। তখনই বিজেপির স্থানীয় বুথ সভাপতি সত্যেন সিংহের মেয়ে প্রিয়াঙ্কার ডান পায়ে গুলি লাগে বলে দাবি। তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় বিরাট পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে কুমারটোলে রাজ্য সড়কের পাশে প্রায় দেড় কাটা জমিকে কেন্দ্র করে গোলমাল লেগে রয়েছে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের কর্মীরা ওই জমিতে দলের পতাকা পুঁতে অস্থায়ী কার্যালয় তৈরির কাজ শুরু করেন। তাদের আরও দাবি, এ দিন দুপুরে এলাকার হরিবাসর মন্দিরের সামনে বিজেপির কর্মীরা তৃণমূলের কর্মীদের ঘেরাও করে ওই ঘটনার প্রতিবাদ জানান। এর কিছু ক্ষণের মধ্যেই বোমা-গুলি ছোড়া শুরু হয়ে যায়। তৃণমূলের পাল্টা দাবি, জমি দখলে গিয়েছিল বিজেপি-ই। এলাকার মানুষ প্রতিবাদ করলে তারা গুলি-বোমা ছোড়ে।

সেই সময়েই বাড়ি ফিরছিল প্রিয়ঙ্কা। গুলি লেগে রাস্তাতেই পড়ে যায় সে। জেলা বিজেপির সভাপতি নির্মল দামের দাবি, ‘‘তৃণমূলের আক্রমণে আমাদের আরও পাঁচ কর্মী আহত হয়েছেন।’’ সত্যেনবাবু বলেন, ‘‘আমার মেয়েকে পর্যন্ত গুলি করেছে তৃণমূলের কর্মীরা।’’ যদিও জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘বিজেপি জমি দখল করতে গেলে এলাকার মানুষ প্রতিবাদ করেন। বিজেপির নেতা-কর্মীরা গুলি ও বোমা ছোড়েন, তাতেই ওই বিজেপি নেতার মেয়ে জখম হয়।’’ তৃণমূলের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন বলেও তাঁর দাবি।

Advertisement

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমারের বক্তব্য, ‘‘জমি দখলকে কেন্দ্র করে কুমারটোলে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ এখনও পর্যন্ত কোনও পক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ সংঘর্ষে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন