Calcutta High Court

বাংলা আবাস যোজনায় অনিয়মের অভিযোগ, হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন গ্রামবাসীরা

প্রকল্পের নিয়ম মোতাবেক, পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। পাকা বাড়ি বা দেওয়াল থাকলে ওই সুবিধা মিলবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। পুরুলিয়া জেলায় অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের বক্তব্য, প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসন ইচ্ছাকৃত ভাবে নাম বাদ দিয়েছে। আগামী বৃহস্পতিবার ওই মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে।

Advertisement

পুরুলিয়া জেলার হুড়া থানার লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সুনীলকুমার মাহাতো-সহ বেশ কয়েক জন গ্রামবাসী মামলা দায়ের করেছেন। ওই মামলাকারীদের দাবি, আবাস যোজনার মূল তালিকায় নাম তাঁদের নাম ছিল। কিন্তু গত ১৮ ডিসেম্বর প্রকাশ করা তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে। ওই জায়গায় অন্য ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে। পাকা বাড়ি রয়েছে এমন ব্যক্তিরা ওই তালিকায় স্থান পেয়েছেন। বিডিও ও স্থানীয় প্রশাসন ওই কাজ করেছে বলে মামলাকারীদের অভিযোগ।

সম্প্রতি বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ৬০ হাজার টাকা করে উপভোক্তাদের কাছে ঢুকতে শুরু করেছে। প্রকল্পের নিয়ম মোতাবেক, পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। পাকা বাড়ি বা দেওয়াল থাকলে ওই সুবিধা মিলবে না। ওই প্রকল্পের সুবিধা থেকে জেলায় জেলায় যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগ উঠছে। এ বার ওই বিষয়টি নিয়ে হাই কোর্টে জল গড়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement