Murshidabad

‘ভারতরত্ন পাইয়ে দেব’! টোপ দিয়ে শিক্ষিকার ৪৪ লাখ ‘হাতিয়ে’ নিয়েছেন, মুর্শিদাবাদে ধৃত শিক্ষক

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাসানুজ্জামান। সুতি থানার অন্তর্গত বাজিতপুর অঞ্চলের শেখপুরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভারতরত্ন পাইয়ে দেবেন বলে টোপ দিয়েছিলেন শিক্ষিকাকে। শুধু ভারতরত্নই নয়, প্রয়োজনে পদ্মশ্রী বা বীর সেবা পদকও পাইয়ে দেবেন বলে লোভ দেখানো হয়েছিল তাঁকে। সেই ফাঁদে পা দিয়ে লোপাট শিক্ষিকার ৪৪ লাখ টাকা! মুর্শিদাবাদে এই অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাসানুজ্জামান। সুতি থানার অন্তর্গত বাজিতপুর অঞ্চলের শেখপুরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সুতি থানা এলাকারই বাসিন্দা জয়নুর বিবি নামে এক প্রাক্তন শিক্ষিকার অভিযোগ, ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দেবেন প্রথমে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন হাসানুজ্জামান। সেখানেই থামেননি তিনি। এর পরে ভারতরত্ন, পদ্মশ্রী এবং বীর সেবা পদক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই শিক্ষক। ধাপে ধাপে তিনি অন্তত ৪৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়নুর।

জয়নুরের অভিযোগ পেয়েই তদন্তে নেমে হাসানুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে হাজির করানো হয়েছিল। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘লিখিত অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। উনি পেশায় শিক্ষক। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement