ট্রেনের আসন নিয়ে বচসা, দুর্ঘটনায় পা বাদ যাচ্ছে যাত্রীর

চলন্ত ট্রেনে বসার জায়গা নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল গোলমাল হতে দেখে ফোন করে রেলের কন্ট্রোল রুমে খবর দিয়েছিলেন এক যাত্রী। খবর পেয়ে দমদম স্টেশনে পৌঁছে যায় আরপিএফের বিরাট বাহিনী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৮:২২
Share:

শুক্রবার দমদম স্টেশনে এক যাত্রী দুর্ঘটনার মুখোমুখি হলেন। —প্রতীকী চিত্র।

মহিলাদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালের কামরায় পুরুষ যাত্রীদের ওঠাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা সামাল দিতে গিয়ে শুক্রবার দমদম স্টেশনে এক যাত্রী দুর্ঘটনার মুখোমুখি হলেন। রেলের দাবি, লাইনে পড়ে যান তিনি। আরপিএফ কর্মীরা তাঁকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন বলে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাঁর পা বাদ দিতে হবে।

চলন্ত ট্রেনে বসার জায়গা নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল গোলমাল হতে দেখে ফোন করে রেলের কন্ট্রোল রুমে খবর দিয়েছিলেন এক যাত্রী। খবর পেয়ে দমদম স্টেশনে পৌঁছে যায় আরপিএফের বিরাট বাহিনী। অভিযোগ, যাত্রীদের সঙ্গে ওই গোলমালের বিষয়ে কথা বলার সময়েই ফের বচসা শুরু হয়। তার মধ্যেই এক যাত্রী তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যান বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, সেই সময়‌ে ওই লাইনে অন্য দিক থেকে ট্রেন আসছিল। তাঁকে বাঁচাতে সেখানে উপস্থিত আরপিএফ কর্মীরাও কামরা থেকে লাফ দেন। তাতে ওই যাত্রী-সহ তিন জন আরপিএফ কর্মী গুরুতর আহত হয়েছেন। যার মধ্যে এক জন মহিলা আরপিএফ কর্মীও রয়েছেন। আহত যাত্রীর বাড়ি চাকদহে। গুরুতর আহত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

সূত্রের খবর, এ দিন সকালে রেলের কাছে খবর আসে, ডাউন রানাঘাট লেডিস স্পেশ্যাল ট্রেনে বসার আসন নিয়ে যাত্রীদের মধ্যে গোলমাল চলছে। আরপিএফের দল প্রথমে নৈহাটি এবং পরে ব্যারাকপুর স্টেশনে ওই ট্রেনের কোন কামরায় গোলমাল হচ্ছে, তা চিহ্নিত করার চেষ্টা করে। কিন্তু তারা সমস্যা মেটাতে পারেনি। ট্রেনটি দমদম স্টেশনে পৌঁছলে বিরাট বাহিনী নিয়ে ওই কামরার সামনে যায় আরপিএফের দলটি। যাত্রীদের নামিয়ে খোঁজ শুরু করে তারা। এর মধ্যেই স্টেশন ছেড়ে চলে যায় রানাঘাট লোকাল। অভিযোগ, বচসা চলাকালীন এক যাত্রী রেললাইনে পড়ে যান।

তখনই ডাউন ব্যারাকপুর লোকাল দমদম স্টেশনে ঢুকছিল। তা দেখে আরপিএফের মহিলা কর্মী-সহ কয়েক জন রেললাইনে লাফ দেন। সূত্রের দাবি, তা দেখে ব্যারাকপুর লোকালের চালক ব্রেক কষলেও ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন ওই যাত্রী। আহত হন মহিলা আরপিএফ কর্মীও। দমদম জিআরপি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন ওই যাত্রী ও রেল পুলিশের মহিলা কর্মী। এ দিন বিকেলে আরপিএফের তরফে অভিযুক্ত যাত্রীদের একাংশের বিরুদ্ধে তাদের কাজে বাধা দান করার অভিযোগ জমা দেওয়া হয়েছে দমদম জিআরপি-তে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন