অধীরের জন্য সোমেন-সুজনকে ডাক মান্নানের

কংগ্রেস নেতাদের সঙ্গেই অনুষ্ঠানে থাকার কথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১০
Share:

—ফাইল চিত্র।

সব ঠিকঠাক চললে কাল, বুধবার সাম্প্রতিক কালের মধ্যে প্রথম বার একমঞ্চে দেখা যেতে পারে লোকসভায় বিরোধী কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। বাংলার কংগ্রেস রাজনীতিতে এমন ত্র্যহস্পর্শ বিরল! কংগ্রেস নেতাদের সঙ্গেই অনুষ্ঠানে থাকার কথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীরও।

Advertisement

লোকসভায় দলনেতা নির্বাচিত হওয়ায় অধীরবাবুকে কাল বিধানসভায় স্মারক তুলে দিয়ে অভিনন্দন জানাবে কংগ্রেস পরিষদীয় দল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবুকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতা মান্নান। বিধান ভবনে তাঁকে ‘হেনস্থা’র ঘটনার পরে নিরাপত্তার অভাবের কথা বলে ইদানীং প্রদেশ কংগ্রেসের কর্মসূচি এড়িয়েই চলেন বিরোধী দলনেতা। বিধানসভায় অবশ্য পরিষদীয় দলের রীতি মেনেই প্রদেশ সভাপতিকে আমন্ত্রণের চিঠি পাঠিয়েছেন তিনি। সিপিএমের সুজনবাবু ছাড়াও বাম শরিক দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই নেতাদেরও অধীর-অভিনন্দনের আসরে ডাকা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন