ট্রমা কাটেনি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচারের বিষয়টি খতিয়ে দেখতে আজ, সোমবার চিকিৎসকদের বোর্ড বসবে।

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালের পথে মুখ্যমন্ত্রী। রবিবার রণজিৎ নন্দীর তোলা ছবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচারের বিষয়টি খতিয়ে দেখতে আজ, সোমবার চিকিৎসকদের বোর্ড বসবে। তৃণমূল সাংসদের শারীরিক অবস্থা অস্ত্রোপচারের উপযুক্ত কি না, তাঁর বাঁ চোখের নীচে অস্ত্রোপচার হলে কবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেই সব বিষয়ে আলোচনা করবেন বোর্ডের চিকিৎসক সদস্যেরা। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে তাঁর ভাইপোকে দেখতে গিয়েছিলেন। এ দিন হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিষেকের গায়ে এখনও জ্বর এবং হাতে-পায়ে ব্যথা রয়েছে। তিনি দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। এ দিনও তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। শুক্র-শনি রাতে তাঁর হৃৎপিণ্ডের গতি ওঠানামা করায় উদ্বেগে রয়েছেন ডাক্তারেরা। তবে চোখ, রক্ত-সহ একাধিক পরীক্ষার রিপোর্টে খারাপ কিছু নেই বলেই তাঁরা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement