মেয়েদের ‘সাহস’ দিতে প্রশিক্ষণ এবিভিপি-র

দিল্লির কর্মসূচিতে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন কম্যান্ডো প্রশিক্ষক শিফুজি শৌর্য ভরদ্বাজ। এ রাজ্যে আগামী মঙ্গলবারের শিবিরগুলিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাবেন মার্শাল আর্ট এবং কম্যান্ডো প্রশিক্ষকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

পথেঘাটে আক্রমণ, নিগ্রহের মোকাবিলায় মেয়েদের পারদর্শী করে তুলতে প্রশিক্ষণের আয়োজন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রভাবিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। আগামী ৩০ অক্টোবর, মঙ্গলবার কলকাতা-সহ রাজ্য জুড়ে ওই কর্মসূচি হবে। মেয়েদের আত্মরক্ষার ওই প্রশিক্ষণের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘মিশন সাহসী’।

Advertisement

এই কর্মসূচি জাতীয় স্তরে আগেই সেরে ফেলেছে এবিভিপি। দিল্লির কর্মসূচিতে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন কম্যান্ডো প্রশিক্ষক শিফুজি শৌর্য ভরদ্বাজ। এ রাজ্যে আগামী মঙ্গলবারের শিবিরগুলিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাবেন মার্শাল আর্ট এবং কম্যান্ডো প্রশিক্ষকরা। এবিভিপি-র রাজ্য সহ সভাপতি সুবীর হালদার জানান, সমাজে ক্রমবর্ধমান নারী নিগ্রহের ঘটনার প্রেক্ষিতেই তাঁদের এই উদ্যোগ।

সাধারণত রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে যে সব জিনিস থাকে, যেমন— কলম, চুলের কাঁটা প্রভৃতি, সেই সব জিনিসকে কী ভাবে আত্মরক্ষার কাজে লাগানো যায়, তা শেখাবেন ওই প্রশিক্ষকরা। ১৬ বছর বয়সী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত প্রায় পাঁচ হাজার ছাত্রীকে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। হুগলি এবং জলপাইগুড়িতে সবচেয়ে বড় করে ওই অনুষ্ঠান হবে বলে এবিভিপি জানিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন