AC Local Train

প্রতীক্ষার অবসান! কবে থেকে শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে এসি লোকাল? জানাল রেল

রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৯:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কত ভাড়া হবে, কখন কখন চলবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে— শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন নিয়ে যাবতীয় তথ্য আগেই জানিয়েছিল রেল। এ বার উদ্বোধনের দিন ঘোষণা করা হল। কবে থেকে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে এসি লোকাল ট্রেন ছুটবে, বিজ্ঞপ্তি দিয়ে তার দিন জানাল পূর্ব রেল।

Advertisement

রেলের তরফে জানানো হয়, আগামী রবিবার (১০ অগস্ট) থেকে শিয়ালদহ এবং রানাঘাট রুটে এসি লোকাল চলবে। ওই দিন সকাল ১১টা নাগাদ শিয়ালদহ স্টেশনে ওই এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।

রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। সকালের এসি লোকালটি ৮টা ২৯ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদহ থেকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে। কোথায় কোথায় দাঁড়াবে, সেই তালিকাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ।

Advertisement

রেল আরও জানিয়েছে, রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া হবে ৩৫ টাকা। আর মাসিক ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১২৭৫ টাকা)। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা (মাসিক যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা)।

গরম, ভিড়ে ঘেমেনেয়ে ট্রেনযাত্রা থেকে মুক্তি পেতে চলেছেন শিয়ালদহ-রানাঘাট রুটের নিত্যযাত্রীরা। প্রবল গরমে ট্রেনযাত্রা যাতে একটু সুখকর হয়, তা নিশ্চিত করতেই বাংলায় এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দেশের মধ্যে প্রথম মুম্বইয়ে চালু হয়েছিল এসি লোকাল। পরে চেন্নাইয়ে। এ বার পশ্চিমবঙ্গে। পূর্ব ভারতের মধ্যে এ রাজ্যেই প্রথম এই ট্রেন চালু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement