Adhir Chowdhury

শিখাদের বার্তা সভাপতি অধীরের

তাঁদের বাড়ি গিয়ে দেখা করবেন বলেও জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৮
Share:

অধীর চৌধুরী।—ছবি সংগৃহীত।

প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব নিয়ে অধীর চৌধুরী কথা বললেন প্রয়াত সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র ও ছেলে রোহনের সঙ্গে। সোমেনবাবুর ছবিতে মালা দিয়ে তাঁর শূন্য আসনে বসতে যে তাঁর ভারাক্রান্ত লেগেছে, সেই কথাই অধীরবাবু বলেছেন শিখাদেবীদের। পরে তাঁদের বাড়ি গিয়ে দেখা করবেন বলেও জানিয়েছেন। সোমেনবাবুর জায়গায় তিনি প্রদেশ সভাপতি হলেন মানেই সব অন্য রকম হয়ে গেল না, এই বার্তাও শিখাদেবীদের দেওয়ার চেষ্টা করেছেন অধীরবাবু। তবে বিধান ভবনে গিয়ে বৃহস্পতিবার অধীরবাবু দেখেছেন, সদ্যপ্রয়াত প্রণব মুখোপাধ্যায় ও সোমেনবাবুর ছবি রেখে শ্রদ্ধা জানানোর কোনও ব্যবস্থা প্রদেশ কংগ্রেসে নেই। দুই নেতার ছবি আনিয়ে মালা দিয়েছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রের ইঙ্গিত, প্রদেশ কংগ্রেসে এমন ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ নতুন সভাপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement