Ashwini Vaishnaw

ইদে বাড়তি ট্রেনের আর্জি রেলমন্ত্রীকে

মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৬
Share:

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাইল চিত্র।

ইদের সময়ে শিয়ালদহ ও হাওড়া থেকে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহ থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান। ইদ-উল-ফিতরের সময়ে তাঁরা বাড়ি ফেরেন। অধীরের বক্তব্য, পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। এই কারণেই রেলমন্ত্রীর কাছে প্রদেশ সভাপতির অনুরোধ, ইদের সময়ে দুই জেলার মানুষের যাওয়া-আসার সুবিধার্থে শিয়ালদহ ও হাওড়া থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন