অধীরের ডেঙ্গি-সতর্কতা

বর্ষা শুরু হতেই আবার ডেঙ্গি, চিকনগুনিয়া দেখা দিচ্ছে রাজ্যে। গত বছরের মতো ডেঙ্গি নিয়ে তথ্য চেপে দেওয়ার চেষ্টা যেন না হয়, তার জন্য রাজ্য সরকারকে সতর্ক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৫:০৪
Share:

অধীর চৌধুরী।

বর্ষা শুরু হতেই আবার ডেঙ্গি, চিকনগুনিয়া দেখা দিচ্ছে রাজ্যে। গত বছরের মতো ডেঙ্গি নিয়ে তথ্য চেপে দেওয়ার চেষ্টা যেন না হয়, তার জন্য রাজ্য সরকারকে সতর্ক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, ‘‘রোগের জন্য তৃণমূল নেত্রী দায়ী, এমন কথা তো বিরোধীরা বলেনি! তা হলে রোগ স্বীকার করতে অসুবিধা কোথায়? ডেঙ্গি লিখলে কেন চিকিৎসকদের হেনস্থা করা হবে?’’ তাঁর অভিযোগ, ডেঙ্গি লেখার দায়ে সরকারি চিকিৎসকদের সরিয়ে দেওয়া হয়েছে, আবার তাঁর পাশে দাঁড়ালে প্রতিবাদী চিকিৎসকদেরও হেনস্থা করা হয়েছে। কংগ্রেসের চিকিৎসক শাখার নেতা তাপস ফ্রান্সিসকে পাশে নিয়ে সোমবার অধীরবাবু বলেন, ‘‘সাধারণ মানুষের কাছে আবেদন, চিকিৎসকদের হেনস্থার বিরুদ্ধে আপনারাও প্রতিবাদ করুন। এটা তো আপনাদের পরিষেবার প্রশ্ন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement