Education Policy

বাংলা ভাষার জন্য মোদীকে চিঠি অধীরের

যুক্তিগ্রাহ্য কারণেই নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নতুন শিক্ষানীতিতে বাংলার জায়গা পাওয়া উচিত বলে দাবি করেছেন অধীরবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০২:৫৮
Share:

—ফাইল চিত্র।

বাংলায় ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকারের প্রণীত নতুন জাতীয় শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলার নাম নেই। বাংলাকে সেই মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। চিঠিতে তাঁর বক্তব্য, পৃথিবীতে সব চেয়ে বেশি মানুষ কথা বলেন, এমন ভাষার তালিকায় বাংলা পাঁচ নম্বরে। ইউরোপের বাইরে প্রথম কবি হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, সেই গৌরবও বাংলার। বহু ধরনের মানুষকে বাংলা ভাষা বেঁধে রেখেছে একসূত্রে। যুক্তিগ্রাহ্য কারণেই নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় নতুন শিক্ষানীতিতে বাংলার জায়গা পাওয়া উচিত বলে দাবি করেছেন অধীরবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন