Raj Bhaban

‘রাজভবন চলো’র ডাক জনজাতিদের মহাসভার

বীরভূমের মথুরাপাহাড়ি গ্রাম থেকে সোমবার শুরু হবে রাজভবনের উদ্দেশে যাত্রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৬:০৫
Share:

রাজ্যপাল সিভি আনন্দ বোস। — ফাইল চিত্র।

ডেউচা-পাঁচামি, দেওয়ানগঞ্জ, হরিণশিঙা অঞ্চলে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্প বাতিলের দাবিতে এবং জনজাতিদের উচ্ছেদ রুখতে বীরভূম থেকে ‘রাজভবন চলো’র ডাক দিয়েছে ‘আদিবাসী অধিকার মহাসভা’। এলাকায় বেআইনি পাথর খাদান বন্ধ করা-সহ আরও একগুচ্ছ দাবি রয়েছে তাদের। বীরভূমের মথুরাপাহাড়ি গ্রাম থেকে সোমবার শুরু হবে রাজভবনের উদ্দেশে যাত্রা। কিছু পথ পায়ে হেঁটে এবং কিছু রাস্তা বাসে চেপে সিউড়ি, বোলপুর, বর্ধমান ও অশোকনগরে বিরতি নিয়ে কলকাতায় পৌঁছবেন আন্দোলনকারীরা।

Advertisement

মহাসভার তরফে প্রসেনজিৎ বসু জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তীর দিন কলকাতায় রাজবাজার থেকে মিছিল হবে রেড রোডে অম্বেডকর মূর্তি পর্যন্ত। সে দিনের মিছিলে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী-সহ বেশ কিছু নেতা, আন্দোলনকারীর থাকার কথা। তার পরে জনজাতিদের প্রতিনিধিদল রাজভবনে যাবে দাবি জানাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন