দুই মেডিক্যালে ছাত্র ভর্তি রুখে দিল কেন্দ্র

মাসখানেক আগে দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজেও দু’বছরের জন্য ছাত্র ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ফলে সব মিলিয়ে চলতি বর্ষে রাজ্যে ডাক্তারির স্নাতক স্তরে মোট ৪০০ আসনে ছাত্র ভর্তি আটকে গেল। ‘‘রাজ্যের পক্ষে এটা ক্ষতিকর,’’ বলছেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৫:৩৯
Share:

প্রতীকী ছবি।

বাংলায় ডাক্তারের আকাল। তার উপরে রাজ্যের দু’-দু’টি বেসরকারি মেডিক্যাল কলেজে চলতি বছরের জন্য এমবিবিএস পাঠ্যক্রমে ছাত্র ভর্তি বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ডি ভি কে রাও চিঠি দিয়ে দুর্গাপুর আইকিউ সিটি এবং হলদিয়া আইকেয়ার মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি বাতিল করার কথা জানিয়েছেন।

Advertisement

মাসখানেক আগে দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজেও দু’বছরের জন্য ছাত্র ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ফলে সব মিলিয়ে চলতি বর্ষে রাজ্যে ডাক্তারির স্নাতক স্তরে মোট ৪০০ আসনে ছাত্র ভর্তি আটকে গেল। ‘‘রাজ্যের পক্ষে এটা ক্ষতিকর,’’ বলছেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।

আইকিউ সিটি ও আইকেয়ার অবশ্য জানিয়েছে, এত সহজে তারা হার স্বীকার করবে না। লড়াই চলবে। সুপ্রিম কোর্টে তাদের মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। তার আগে কেন্দ্রের নির্দেশের কোনও মূল্য নেই। গৌরীদেবী কলেজের তরফে কৃষ্ণেন্দু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না।’’

Advertisement

গত নভেম্বরে আইকিউ সিটি ও আইকেয়ার মেডিক্যাল পরিদর্শন করেন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)। চলতি বছরের জানুয়ারিতে তারা ওই দুই কলেজে ভর্তির অনুমতি আটকে দেওয়ার সুপারিশ পাঠায় স্বাস্থ্য মন্ত্রকে। সুপারিশ মেনে কেন্দ্র ভর্তি বন্ধের নির্দেশ দেয় মে মাসে। তার পরে দুই কলেজ সুপ্রিম কোর্টে আবেদন করে। ১ অগস্ট কেন্দ্রকে বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ২৯ অগস্টের নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, তারা তাদের পুরনো সিদ্ধান্তেই অটল থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন