Coronavirus Lockdown

কাল থেকে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস-মিনিবাস

যত আসন, তত যাত্রী নিয়ে এবং আপাতত একই ভাড়ায় বাস চলবে বলে জানিয়েছে মালিক সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ১৭:৩২
Share:

বৃহস্পতিবার থেকে কলকাতার রাস্তায় নামছে বেসরকারি বাস। ছবি: শাটারস্টক

আগামিকাল, বৃহস্পতিবার থেকে পুরনো ভাড়াতেই পথে নামছে বেসরকারি বাস-মিনিবাস। তবে ভাড়া বাড়ানোর দাবি থেকে বাসমালিক সংগঠনগুলি সরছে না বলেও জানিয়ে দিয়েছে। মালিক পক্ষদের একাংশ আবার ভাড়া বাড়িয়েই পথে বাস নামাতে চাইছেন। পরিবহণ দফতরের অনুমোদন ছাড়া যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া যায় কি না, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কোনও মতেই ভাড়া বাড়ানো যাবে না।

Advertisement

ভাড়া বাড়ানো সংক্রান্ত বিষয়ে বুধবার মালিক পক্ষ আলোচনায় বসেছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মানুষের অসুবিধার কথা চিন্তা করে ধীরে ধীরে সব রুটে বাস নামানো হবে। তবে, এখনই ভাড়া বাড়ানো হচ্ছে না। যদিও ভাড়া যে বাড়াতে হবে, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই বৈঠকে। ভাড়া কবে থেকে বাড়বে বা কত বাড়বে, সে বিষয়টি রেগুলেটরি কমিটির উপরে ছেড়ে দিয়েছেন বাস-মিনিবাস মালিকেরা।

প্রথমে ২০ জন যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি মিললেও, প্রাথমিক ভাবে তাতে নারাজ ছিলেন মালিকেরা। দফায় দফায় বৈঠকের পরেও ভাড়া বাড়ানো ছাড়া কোনও পথই খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। যে ভাবেই হোক ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন মালিক সংগঠনগুলি। রাজ্যও কড়া অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছিল, এই কঠিন পরিস্থিতিতে কোনও মতেই ভাড়া বাড়ানো যাবে না। ওই বাস মালিকদের যুক্তি, লোকসানে গাড়ি চালানো সম্ভব নয়। কয়েকটি রুটে ‘কোভিড-১৯ স্পেশাল ফেয়ার’-এর বেশি ভাড়া নেওয়া হচ্ছিল বলে অভিযোগ যাত্রীদের।

Advertisement

এ ভাবেই ‘কোভিড-১৯ স্পেশাল ফেয়ার’ বলে বেশি ভাড়া নিচ্ছে কিছু বাস। —নিজস্ব চিত্র

আরও পড়ুন: শ্রমিকদের ১০ হাজার টাকা দিন, কেন্দ্রকে মমতা

আরও পড়ুন: মহারাষ্ট্রের উপকূলে মুম্বইয়ের কাছে আছড়ে পড়ল নিসর্গ

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এ ভাবে করোনার নাম করে ভাড়া বাড়াচ্ছি না। তবে কাল থেকে ধীরে ধীরে বাস নামবে। সরকার রেগুলেটরি কমিটি করেছে। তারা ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছে। আমরা এই সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিচ্ছে। আপাতত পুরনো ভাড়াতেই পথে নামছে বাস।”

ইতিমধ্যে অটো-ট্যাক্সি-ক্যাবে যত আসন, তত যাত্রী নিয়ে তা চালানোর অনুমতি মিলেছে। চালু হয়েছে জলপথ পরিবহণও। এ দিন, আরও কয়েকটি রুটে ভেসেল চালানোর কথা জানানো হয়েছে। এ দিনও যাত্রী ভোগান্তির চিত্র ফুটে উঠেছে কোথাও কোথাও। বাসেও ছিল ভিড়। তবে গত দু’দিনের তুলনায় এ দিন পরিস্থিতি ভাল ছিল একটু। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৮ জুনের মধ্যে ১ হাজার ২০০ বাস নামানো হবে কলকাতায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন