—প্রতীকী চিত্র।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত অসঙ্গতি)-র তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত নির্দেশ না-দিলেও ‘আনম্যাপড’ ভোটারদের তালিকাও তারা প্রকাশ করছে। বুধবার নয়া বিজ্ঞপ্তিতে কমিশন এই কথা জানাল। পাশাপাশিই, এসআইআর নিয়ে বিক্ষোভে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নো-ম্যাপিং (বা আনম্যাপড) ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ ভোটারের রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বুধবার একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি দুটো তালিকাই সকলে দেখতে পাবেন। ওই সমস্ত তালিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও-দের কাছে রয়েছে। আগামী ২৫ তারিখ থেকে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও নিজেদের নথি বা আপত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন ভোটারেরা। তা ছাড়া শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে।
অন্য দিকে, এসআইআর শুনানির সময় নানা জায়গায় বিশৃঙ্খলা, অশান্তি নিয়ে এ বার কড়া বার্তা দিয়েছে কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের সকল নাগরিককে আশ্বস্ত করেছেন যে, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআইআরের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রত্যেক জেলা কালেক্টর বা পুলিশ সুপারিনটেনডেন্টকে পর্যাপ্ত কর্মী এবং বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের উদ্দেশে বলা হয়েছে, কোনও স্থানে যাতে কোনও আইনশৃঙ্খলার সমস্যা না হয় এবং এসআইআর সম্পর্কিত কাজ সুষ্ঠু ভাবে শেষ হয়, সে দিকে নজর রাখতে হবে।