বাগডোগরায় সহজ হচ্ছে অবতরণ

মাত্র ৩৫০ মিটার উপর থেকে রানওয়ে পরিষ্কার দেখা গেলেই নেমে আসতে পারবে বিমান। সে জন্য আর মাস দুয়েক অপেক্ষা করতে হবে বাগডোগরা বিমানবন্দরকে।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৪
Share:

মাত্র ৩৫০ মিটার উপর থেকে রানওয়ে পরিষ্কার দেখা গেলেই নেমে আসতে পারবে বিমান। সে জন্য আর মাস দুয়েক অপেক্ষা করতে হবে বাগডোগরা বিমানবন্দরকে। রাজ্য জানিয়েছে, দৃশ্যমানতা বাড়াতে যে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) বসানোর সিদ্ধান্ত হয়েছিল, তার জন্য প্রয়োজনীয় জমি পাওয়া গিয়েছে। জমি হাতে পেলে পুজোর পরেই এই ব্যবস্থা তৈরি হয়ে যাবে বাগডোগরায়। পাহাড়ের পর্যটনকে বাড়াতে এবং পূর্বের দেশগুলির সঙ্গে যোগাযোগকে সহজতর করতে বাগডোগরা বিমানবন্দরকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাতে যাতে বিমান নামতে পারে, সেই ব্যবস্থাও হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement