সম্মেলনে অখিলেশ, গন্তব্য কালীঘাটও

সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতায় আসছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দলীয় কর্মসূচি সেরে তাঁর দেখা করতে যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৩:০১
Share:

সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতায় আসছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দলীয় কর্মসূচি সেরে তাঁর দেখা করতে যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement

রাজ্যে রাজ্যে এখন সম্মেলন-পর্ব চলছে সমাজবাদী পার্টির। মহাজাতি সদনে আজ, শনিবার এ রাজ্যের সম্মেলন। সেখানে বক্তৃতা করতে আজ সকালে বিমানবন্দরে নেমে সরাসরি মহাজাতি সদনেই যাওয়ার কথা মুলায়ম-পুত্রের। সম্মেলনের পরে শহরে একটি অনুষ্ঠানে ব্যক্তিগত আমন্ত্রণ রয়েছে তাঁর। সেই পর্ব মিটিয়ে বিকালে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা অখিলেশের। সঙ্গে থাকবেন এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও এখন সমাজবাদী সাংসদ কিরণময় নন্দের। সাধারণত শনিবারও নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা। তবে ‘নবি দিবসে’র ছুটি উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী বাড়িতেই থাকবেন। তাই সাক্ষাৎকারের ব্যবস্থা হয়েছে বা়ড়িতে। উত্তরপ্রদেশে পুরভোটেও সদ্য ভাল ফল করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি-র মোকাবিলায় কী করণীয়, তা নিয়ে সমাজবাদী পার্টি ও তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন