কাউন্সিলিং-এর সুযোগ পাবেন জয়েন্টের সব পরীক্ষার্থীই

পাশ-ফেলের ফারাকটা কমে গেল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়। এ বছর থেকে সব পরীক্ষার্থীই কাউন্সিলিং-এর সুযোগ পাবেন। পরীক্ষার ১৯ দিনের মাথায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবিবার ২০১৬ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ফল প্রকাশিত হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৮:২০
Share:

পাশ-ফেলের ফারাকটা কমে গেল জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়। এ বছর থেকে সব পরীক্ষার্থীই কাউন্সিলিং-এর সুযোগ পাবেন। পরীক্ষার ১৯ দিনের মাথায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবিবার ২০১৬ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ফল প্রকাশিত হল।

Advertisement

এ দিন বোর্ডের তরফ থেকে জানানো হয়, এ বছর সব পরীক্ষার্থীরাই নিজেদের স্থান সম্পর্কে জানতে পারবেন। সোমবার বিকেল থেকেই পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের র‌্যাঙ্ক সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। শুধু র‌্যাঙ্ক সার্টিফিকেটই নয়, এ বছর যাঁরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন তাঁরা সকলেই কাউন্সিলিং-এর সুযোগ পাবেন। এমনকী, যাঁরা এই পরীক্ষায় নেগেটিভ নম্বর পেয়েছেন অর্থাৎ শূন্যেরও কম পেয়েছেন তাঁরাও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য কাউন্সিলিং-এ অংশগ্রহণ করতে পারবেন।

বোর্ডের একাংশ মনে করছেন, রাজ্যে পড়ুয়ার অভাবে যে হারে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা কমছে সেখানে বোর্ড এই ব্যবস্থা না নিলে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি উঠে যাবে। বিগত বছর দুয়েকের মধ্যেই প্রায় দু’হাজারেরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো বন্ধ করে দিয়েছে। তাই যে কোনও ছাত্র-ছাত্রীকেই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে আসন ভরাট করতে চাইছে বোর্ড। তবে, বোর্ডের একাংশ মনে করছেন, যাঁরা এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে পারেননি তাঁরাও কাউন্সিলিং-র মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলে মেধার সঙ্গে সমঝোতা করা হবে।

Advertisement

এ দিন বোর্ডের তরফ থেকে জানানো হয়, এ বছরের কাউন্সিলিং-র জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ জন এবং কাউন্সিলিং শুরু হবে ২৫ জুন। তিন দফায় কাউন্সিং হবে। জেইই পরীক্ষার ফল প্রকাশের পরে ৩ জুলাই থেকে আবার কাউন্সিলিং শুরু হবে।

আরও পড়ুন

ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ডিপিএস-এর যশবর্ধন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন