গ্রুপ ডি-র সুপারিশ ঠান্ডা ঘরেই

রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তড়িঘড়ি দলের সব বিধায়কের কাছ থেকে পাঁচটি করে নামের সুপারিশ জমা নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই প্রক্রিয়া প্রকাশ্যে আসায় আপাতত ওই নামের তালিকা ঠান্ডা ঘরে রেখে দেওয়ার কৌশল নিল রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share:

রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তড়িঘড়ি দলের সব বিধায়কের কাছ থেকে পাঁচটি করে নামের সুপারিশ জমা নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই প্রক্রিয়া প্রকাশ্যে আসায় আপাতত ওই নামের তালিকা ঠান্ডা ঘরে রেখে দেওয়ার কৌশল নিল রাজ্য সরকার।

Advertisement

আগামী মাসে গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। ওই পরীক্ষায় নির্বাচিতদের সঙ্গেই সুপারিশ করা প্রার্থীদের নিয়োগ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। আসলে সরাসরি সুপারিশ থেকে নিয়োগ হয়েছে, এই অভিযোগ এড়ানোর পথ খোলা রাখতে চাইছে সরকার। কেননা, প্রাথমিক শিক্ষক নিয়োগের সময়ও এই ধরনের বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তৃণমূল সরকারকে।

গত মাসে বিধানসভায় মুখ্য সরকারি সচেতক নির্মল ঘোষের কাছে খামবন্দি নামের তালিকা জমা দিতে বলা হয়েছিল তৃণমূলের সব বিধায়ককে। এক সপ্তাহের মধ্যে দলের বিধায়কেরা নামের তালিকা জমাও দিয়েছিলেন। বিধায়কদের থেকে নাম জমা নেওয়ার প্রক্রিয়া প্রকাশ্যে আসায় নির্মলবাবুকে মৃদু ভর্ৎসনাও করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যদিও বিধায়কেরা সকলের সামনেই বিধানসভায় নামবন্দি খাম জমা দিয়েছিলেন। ফলে, বিষয়টি লুকোনোর কোনও উপায় নির্মলবাবুর কাছে ছিল না বলে বিধানসভা সূত্রের বক্তব্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement