ED In Nadia

‘পাসপোর্ট দালাল’ অলোক নাথ গ্রেফতার! নদিয়ায় বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে নথি উদ্ধার ইডির

মঙ্গলবার সকালে নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোকের বাড়িতে মঙ্গলবার হানা দেয় ইডি। দিনভর তল্লাশিতে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ নথি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২০:৩৯
Share:

পাসপোর্ট-কাণ্ডে গ্রেফতার অলোক নাথ। —নিজস্ব চিত্র।

চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যাতায়াত করা বাংলাদেশি নাগরিকদের অনেকের কাছে তিনি ‘পাসপোর্ট দালাল’ বলে পরিচিত। মেয়াদ পেরিয়ে যাওয়া ভিসা, বিভিন্ন জটিলতায় আটকে যাওয়া পাসপোর্টের জট ছাড়াতে তিনি সিদ্ধহস্ত। অবৈধ পথে পাসপোর্ট ছাড়াও বাংলাদেশিদের এ দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা আছে বলে সন্দেহ। কলকাতার সাইবার ক্যাফের মালিক সেই অলোক নাথকে নদিয়ার বাড়ি থেকে গ্রেফতার করল ইডি।

Advertisement

মঙ্গলবার সকালে নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোকের বাড়িতে হানা দেয় ইডি। দিনভর তল্লাশিতে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ নথি। ইডির একটি সূত্রে খবর, অবৈধ ভাবে পাসপোর্ট তৈরি, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট ছাড়া ভারতে যাতায়াতের ক্ষেত্রে যে অসাধু চক্র রয়েছে, তাতে যুক্ত অলোক। সাইবার ক্যাফের মালিক ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম করতেন। জানা যাচ্ছে, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দিতেন তিনি।

বস্তুত, বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার গেদে এলাকা ‘গুরুত্বপূর্ণ’। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশে গেদেবাসী অলোকের যোগ আছে কি না, তা তদন্তসাপেক্ষ। স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে ছয়-সাতটি গাড়ি ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। দু’টি গাড়িতে ইডি আধিকারিকেরা ছিলেন। আরও চার-পাঁচটি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাহিনী পুরো বাড়ি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি। শেষমেশ অলোককে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর।

Advertisement

উল্লেখ্য, জাল পাসপোর্ট-কাণ্ডে নদিয়ার চাকদহ থেকে ধীরেন ঘোষ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালানোর অভিযোগ রয়েছে। এই মামলার ‘মূল’ মনোজ গুপ্তকে জেরা করে তাঁর সন্ধান পাওয়া গিয়েছিল বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement