দিল্লিতে তলব রাজ্য বিজেপিকে

টালমাটাল রাজ্য বিজেপিকে চলতি সপ্তাহেই দিল্লিতে ডেকে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৮
Share:

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।ছবি পিটিআই

সম্প্রতি বিজেপি এবং আরএসএস-এর প্রথম সারির কয়েক জন নেতার নাম জড়িয়েছে দু’টি ফৌজদারি মামলায়। এই পরিস্থিতিতে টালমাটাল রাজ্য বিজেপিকে চলতি সপ্তাহেই দিল্লিতে ডেকে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

আগামী শুক্রবার, ২৮ সেপ্টেম্বর শাহের সঙ্গে বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ-সহ এ রাজ্যের কোর কমিটির সদস্যদের থাকার কথা। দলের তরফে বলা হচ্ছে, এটা লোকসভা ভোটের প্রস্তুতির বৈঠক। কিন্তু গ্যাস-দুর্নীতি এবং এক মহিলার ‘ধর্ষণ’-এর অভিযোগে বিজেপি এবং আরএসএস-এর কয়েক জন নেতার নাম জড়িয়েছে। দলের একাংশের মতে, লোকসভা ভোটে ওই দুই ঘটনার প্রভাব ঠেকাতেই আগামী শুক্রবার দিল্লিতে বৈঠকে বসা হবে। অভিযুক্ত নেতাদের কারও বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে কি না, তারও ইঙ্গিত মিলতে পারে ওই বৈঠকের পরে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘২৮ তারিখের বৈঠক লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে। সেখানে গ্যাস-মামলা এবং কোনও মহিলার অভিযোগ নিয়ে আলোচনার কথা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন