রোগী মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ঢাকুরিয়া আমরিতে

মঙ্গলবার রাত পৌঁনে দশটা নাগাদ সে মারা যায়। এরপরেই তার পরিজনেরা হাসপাতাল ভাঙচুর শুরু করেন। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০৭:৩৯
Share:

এ ভাবে ভাঙচুর চলেছে হাসপাতালে।—নিজস্ব চিত্র।

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল শহরের একটি বেসরকারি হাসপাতাল। যথেচ্ছ ভাঙচুর করা হয়েছে হাসপাতালে। রোগীর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়া আমরি হাসপাতালে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর দিন গুলনার খান (১৬) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গি ধরা পড়ে। মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ সে মারা যায়। এরপরেই তার পরিজনেরা হাসপাতাল ভাঙচুর শুরু করেন। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ লেক থানায় রোগীর পরিবারের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ দায়ের করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement