রাজনীতিতে সিঁড়ির পর সিঁড়ি ভেঙে ওপরে ওঠার জন্য কোনও রকমের আপস তিনি করবেন না। শুধুই মানুষের পাশে থাকবেন। আর মানুষের জন্যই কাজ করবেন। তা মানুষ যদি তাঁকে সন্দেহ করে, তা হলেও তিনি ওই কাজটাই করে যাবেন। আনন্দবাজার ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথাই বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রূপা এও জানিয়েছেন, কোনও আপস করা একেবারেই তাঁর চরিত্রবিরোধী।
রূপাকে প্রশ্ন করা হয়েছিল, আজ থেকে পাঁচ বছর পরে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মঞ্চে উঠে তিনি কী কী বলবেন, কী ভাবে কথা বলবেন?
কৌশলে কিছুটা পাশ কাটিয়ে রূপার জবাব ছিল, ‘‘সিঁড়ির পর সিঁড়ি ভেঙে, শুধুই ওপরে ওঠার জন্য আমি রাজনীতিতে আসিনি। আমি মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। আর তার জন্য কোনও আপস করতে আমি আদৌ রাজি নই।’’
দেখুন ভিডিও