আপাতত জেলেই থাকবেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত। মঙ্গলবার অনিন্দ্যবাবু ও তার দুই সঙ্গীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ১৬:৩৫
Share:

—ফাইল চিত্র।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত। মঙ্গলবার অনিন্দ্যবাবু ও তার দুই সঙ্গীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক। আগামী ৯ অগস্ট ফের এই মামলার শুনানি হবে।

Advertisement

সল্টলেকের এ-ই ব্লকের বাসিন্দা সন্তোষকুমার লোধের অভিযোগের ভিত্তিতে গত ১২ জুলাই অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। বড়বাজার জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সন্তোষকুমার অভিযোগ করেন, বি ডি ব্লকের তাঁর বাড়ি মেরামতির কাজ শুরু হওয়ার আগে অনিন্দ্যবাবু ১২ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেন। টাকা না দেওয়ায় সংস্কার-কাজ শুরুর আগেই সন্তোষবাবুর বাড়ির সামনে ইমারতি দ্রব্য ফেলে দেয় অনিন্দ্যবাবুর লোকজন। এমনকী, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। অভিযোগ, ওই ঘটনার পর রীতিমতো অসুস্থ হয়ে পড়েন সন্তোষবাবু। গোটা ঘটনা জানিয়ে বিধাননগর উত্তর থানায় অনিন্দ্যবাবু ও তাঁর নয় সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সন্তোষবাবুর পরিবার। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১২ জুলাই অনিন্দ্যবাবুকে আটক করা হয়। থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর দু’দিন পরে মহম্মদ নাসিম ও সিন্ধু কুণ্ডু নামে অনিন্দ্যর দুই সঙ্গীকেও ধরা হয়। অভিযোগ, কাউন্সিলরের হয়ে তাঁরাই সল্টলেকের বিভিন্ন এলাকা থেকে হুমকি দিয়ে জুলুমবাজি করে তোলা আদায় করত।

আরও পড়ুন

Advertisement

অনিন্দ্যের হাল দেখেও ভীত নয় তোলাবাজেরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement