প্রি-স্কুল নথিভুক্তকরণের দাবি তুলল বণিকসভা

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যতটা নজরদারি করা যায়, সরকার করে। তবুও ওই প্রস্তাব নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০২:৪৫
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যের সমস্ত প্রি-স্কুলকে সরকারের কাছে নথিভুক্ত করার দাবি তুলে স্কুলশিক্ষা দফতরে প্রস্তাব দিল বণিকসভা অ্যাসোচ্যামের। শনিবার দফতরের কর্তাদের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বণিকসভার দাবি, পরিকাঠামো ঠিক থাকলে এ ক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়বে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যতটা নজরদারি করা যায়, সরকার করে। তবুও ওই প্রস্তাব নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে।’’

Advertisement

ওই প্রস্তাবে প্রথমেই রেজিস্ট্রেশনে জোর দেওয়া হয়েছে। এর জন্য একটি পোর্টাল খুলে সেখানে সমস্ত স্কুলকে নিজেদের স্কুলের নাম নথিভুক্তকরণের নির্দেশ দিতে পারে সরকার। তা হলে সরকারের কাছে তথ্য থাকবে যে কতগুলি প্রি- স্কুল চলছে। পাশাপাশি স্কুল খোলার জন্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট নির্দেশিকা রাখার দাবি জানানো হয়েছে প্রস্তাবে।

অ্যাসোচ্যামের তরফে তমাল মুখোপাধ্যায় জানান, সরকারের নজরদারির অভাবে যে ভাবে খুশি প্রি-স্কুল চলছে। তাঁর দাবি, স্কুলশিক্ষা দফতরের সচিব মণীশ জৈনকে বেশ কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এ রাজ্যে আইসিএসই ও সিবিএসই-র স্কুল চালাতে হলে রাজ্য সরকারের অনুমোদন লাগে। প্রি-স্কুলের ক্ষেত্রেও সরকারি ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক করার দাবি তুলেছে বণিকসভা।

Advertisement

বিকাশ ভবনের খবর, বর্তমানে সমস্ত প্রাথমিক স্কুলে প্রাক-প্রাথমিক পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রি-স্কুলের পরিকাঠামোর দিকে সরকারের নজর দেওয়া উচিত বলেই মনে করছে শিক্ষামহল। বৈঠকের ব্যাপারে বিকাশ ভবনের কেউ মুখ খুলতে চাননি। ফোন ধরেননি সচিবও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন