দাবদাহের ইতি, বর্ষা ঢুকল রাজ্যে

অবশেষে বর্ষা ঢুকে পড়ল কলকাতায়। নির্দিষ্ট দিনের প্রায় ১১ দিন পর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও বর্ষা ঢুকে পড়েছে। এর ফলে আগামী দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, ‘‘রবিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ-সহ পূর্ব ভারতের বেশির জায়গাতেই বর্ষা পৌঁছে যাবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ১৬:৫৮
Share:

অবশেষে বর্ষা ঢুকে পড়ল কলকাতায়। নির্দিষ্ট দিনের প্রায় ১১ দিন পর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও বর্ষা ঢুকে পড়েছে। এর ফলে আগামী দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, ‘‘রবিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ-সহ পূর্ব ভারতের বেশির জায়গাতেই বর্ষা পৌঁছে যাবে।’’

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে। তা আরও জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেই নিম্নচাপের গতিবিধির উপরেই দক্ষিণবঙ্গ কতটা বৃষ্টি পাবে তা নির্ভর করছে। এই নিম্নচাপের কারণে সাগর উত্তাল হতে পারে। তার জেরে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতর জানিয়েছে, তারা ইতিমধ্যেই মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করে সতর্কবার্তা জানিয়েছে। মৎস্যজীবীরা কোনও বিপদের আশঙ্কা করলে টোল ফ্রি নম্বরে (১৫৫৪) যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যে ট্রলারগুলি সাগরে রয়েছে, তারা যেন উপকূলরক্ষী বাহিনীর বিশেষ লাইনে (১৬ চ্যানেল) যোগাযোগ রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন